হাতিরঝিলে সিএনজি অটোরিকশা গর্তে পড়ে দুর্ঘটনা, আহত ২, উদ্ধারকাজে এক দম্পতির মানবিকতা

ঢাকার হাতিরঝিল এলাকায় বৃষ্টির মধ্যে একটি সিএনজি অটোরিকশা সড়কের একটি গর্তে পড়ে গুরুতর দুর্ঘটনার শিকার হয়। এতে চালক ও এক যাত্রী আহত হন। দুর্ঘটনাটি ঘটে চক্রাকার সড়কের রেড ক্রিসেন্ট অফিসের কাছে। ঘটনাস্থলে উপস্থিত এক দম্পতির তাৎক্ষণিক সহায়তায় আহতদের প্রাথমিক সেবা এবং উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়।

বিকলের অবস্থায় থাকা অটোরিকশাটিকে পাশ কাটিয়ে যাচ্ছিলেন এক মোটরসাইকেল আরোহী দম্পতি। হঠাৎই স্ত্রী নুসরাত জাহান রিজভী লক্ষ্য করেন—ভেতরে এখনো মানুষ আটকা পড়ে আছেন। সঙ্গে সঙ্গে মোটরসাইকেল থামিয়ে তিনি দৌড়ে যান ঘটনাস্থলে। দেখা যায়, অটোরিকশার সামনের অংশ সম্পূর্ণ বিধ্বস্ত, গর্তে আটকে আছে সামনের চাকা।

চালক মাথা না তুলতে পারলেও বাঁ হাত দিয়ে দরজা খুলে বের হওয়ার চেষ্টা করছিলেন। রিজভীর ডাকে আশেপাশে অবস্থানরত কয়েকজন ছুটে এসে সাহায্য করেন। চালককে বের করে এনে একটি যাত্রীছাউনির নিচে শুইয়ে রাখা হয়। তিনি মাথা ও বুকে তীব্র আঘাত পেয়েছেন বলে জানা যায়।

পরে দেখা যায়, ভেতরে আরও একজন যাত্রী ছিলেন। তিনিও আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং কপাল কেটে রক্ত ঝরছে। তাৎক্ষণিকভাবে কচিপাতা পিষে রক্তপাত কমানোর চেষ্টা করা হয়, সঙ্গে দেওয়া হয় ব্যথানাশক মলম।

পরিস্থিতি গুরুতর হওয়ায় ৯৯৯ নম্বরে কল করা হয়। হাতিরঝিল থানার একজন এসআই দায়িত্ব পান এবং টিম পাঠানোর আশ্বাস দেন। তবে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও কোনো সাহায্য না পৌঁছানোয় উপস্থিত মানুষজন নিজেরাই উদ্যোগ নেন। এক ব্যক্তি তাঁর বাইকে আহত যাত্রীকে নিয়ে যান মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে।

অন্যদিকে, চালক কিছুটা সুস্থ হয়ে উঠলে তাঁকে মানসিকভাবে সান্ত্বনা দেওয়া হয়। আশেপাশের লোকজন দুর্ঘটনাস্থলে গাছের ডাল ফেলে রাস্তাটি বন্ধ করে দেন, যেন আরও দুর্ঘটনা না ঘটে।

স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত অটোরিকশাটিকে রাস্তার একপাশে সরিয়ে রাখা হয়। দুর্ঘটনার মুহূর্তে মানুষের মানবিকতা এবং তাৎক্ষণিক সহায়তা দুর্ঘটনার শিকারদের জীবনে বড় অবদান রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *