ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস মাত্র ৩১ রান। ইনিংসে নেই কোনো ফিফটি, নেই তেমন কোনো একক নায়কত্ব। তবুও দলীয় সংগ্রহ গিয়ে ঠেকেছে ২০৫ রানে! এই ব্যতিক্রমধর্মী ইনিংস গড়ে তুলেছে ওয়েস্ট ইন্ডিজ, যেখানে প্রতিটি ব্যাটারের ছোট ছোট অবদান মিলেই তৈরি হয়েছে রানের পাহাড়।
এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ ওভারের ম্যাচে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের কোনো পর্যায়েই দলকে টেনে নেয়ার মতো বড় কোনো পার্টনারশিপ হয়নি। তবে দেখা গেছে এক অনন্য দলীয় প্রচেষ্টা।
শেরফান রাদারফোর্ড করেছেন সর্বোচ্চ ৩১ রান। এছাড়া রোভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড করেছেন ২৮ করে। হোল্ডার (২৬), ফোর্ডে (১৫), হোসেন (১৫), হেটমেয়ার (১৬)—সবার ব্যাট থেকেই এসেছে রান। শেষ পর্যন্ত ২০ ওভারে নয় উইকেটের বিনিময়ে ২০৫ রান তুলে ইনিংস শেষ করে ক্যারিবিয়ানরা।
বল হাতে সফলতা পেলেও অস্ট্রেলিয়ার জন্য ম্যাচের শুরুটা ছিল চ্যালেঞ্জিং। নিয়মিত উইকেট পেলেও রানের গতিকে থামাতে পারেনি কোনো বোলার।
এই ইনিংস আবারও মনে করিয়ে দেয়— ক্রিকেটে শুধু বড় ইনিংস নয়, দলের প্রতিটি সদস্যের অবদানেই গড়ে ওঠে ম্যাচ জেতার মতো সংগ্রহ।
সোর্স যমুনা নিউজ।