পাঁচ আগস্ট বন্ধ থাকবে দেশের সব আদালত

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পাঁচ আগস্ট সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বন্ধ থাকবে। মঙ্গলবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্টের আলাদা দুই নোটিশ থেকে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত গত ২ জুলাইয়ের প্রজ্ঞাপনমূলে সরকার প্রতিবছর ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করা হয়েছে।

এমতাবস্থায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে।

অন্য আরেকটি নোটিশে বলা হয়, একই কারণে দেশের সকল অধস্তন আদালত ও ট্রাইব্যুনালও ছুটির আওতায় থাকবে।

সোর্স যমুনা নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *