গণঅভ্যুত্থানের পরও সড়ক নিরাপদ হয়নি, এখনও সড়কে মৃত্যুর মিছিল অব্যহত আছে বলে মন্তব্য করেছে নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যরা।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে আইডিইবিতে নিরাপদ সড়ক আন্দোলনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন বক্তারা।
তারা বলেন, অন্তর্বতী সরকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ হয়েছে। সরকার বিভিন্ন সংস্কারের জন্য কমিশন গঠন করলেও সড়ক ও গণপরিবহন নিয়ে কোনো কমিশন গঠন করেনি।
তাদের দাবি, সরকার বিভিন্ন ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করলেও গণপরিবহন ব্যবস্থা উন্নয়নের প্রসঙ্গ এলেই কায়েমী স্বার্থের কথা বলে নিষ্ক্রিয় হয়ে যান। সড়ক নিরাপদ না হলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের সদস্যরা।
সোর্স যমুনা নিউজ।