চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় একটি চলন্ত ট্রাকের নিচে পিষ্ট হয়ে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, সাতকানিয়া সদর ইউনিয়নের বারোদোনা এলাকার ছিদ্দিক আহমেদের দুই ছেলে হুমায়ূন (৩৮) ও মামুন (২৮) এবং তাদের মামা একই ইউনিয়নের করিয়ানগর এলাকার ৪০ বছর বয়সী আবদুর রশিদ।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধায় উপজেলার পদুয়া ইউনিয়নের চিববাড়ী সড়কের মাথায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদরর্শী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, চিববাড়ী সড়ক থেকে একটি সিএনজি অটোরিকশা বেপরোয়াভাবে মহাসড়কে উঠার সময় চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে গিয়ে পাশে থাকা দ্রুতগামী একটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। আর এতেই ঘটনাস্থলে ট্রাকের নিচে চাপা পড়ে ৩ জনের মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক, সিএনজি ও মোটরসাইকেল আটক করা হয়েছে। এই বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়ার কথা জানান এই পুলিশ কর্মকর্তা।
এদিকে, লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং সেখান থেকে ৩টি মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
সোর্স যমুনা নিউজ।